অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধসে নিহত ১০
মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করা হয়েছিল।
প্রথম নিউজ, ডেস্ক: আল্পস পর্বতমালার অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অংশে বেশ কয়েকটি তুষারধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তারা মূলত স্কি করতে সেখানে গিয়েছিলেন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরা রয়েছেন। খবর বিবিসির। মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করা হয়েছিল। দেশটিতে আবহাওয়াজনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা এটি। আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হলেও রাজধানী ভিয়েনার স্কুলগুলোতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে পর্যটক উপচে পড়ে। এর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।
রোববার অস্ট্রিয়া পুলিশ সেখানে পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর জানায়। আর শনিবার নিউজিল্যান্ডের ১৭ বছরের এক তরুণ, চীনের ৩২ বছরের একজন এবং জার্মানির ৫০ বছরের একজন স্কি করার সময় তুষারধসে চাপা পড়ে মারা যান। সুইজারল্যান্ড প্রশাসন জানিয়েছে, শনিবার সকালে ৫৬ বছরের এক নারী এবং ৫২ বছরের একজন পুরুষ স্কি করার সময় তুষারের নিচে চাপা পড়ে মারা গেছেন। তবে তাদের তৃতীয় সঙ্গী অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।
প্রসঙ্গত, আল্পস পর্বতমালায় তুষারধস নিয়মিত ঘটনা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: