নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা বাংলাদেশের- টি-টোয়েন্টি সিরিজ

নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা বাংলাদেশের- টি-টোয়েন্টি সিরিজ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: শ্রীলঙ্কা সফরে টেস্টের পর ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ দল, রয়েছে শুধু টি-টোয়েন্টি সিরিজ। সাদা বলের সীমিত ওভারের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে টাইগাররা। এর আগে গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছেন, মাঠে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত টাইগার ক্রিকেটাররা। লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ ১৩ মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নামছেন মোহাম্মদ সাইফউদ্দিন। হঠাৎ করেই এই অলরাউন্ডারকে কেনো দলে ডাকা হলো, তার জবাবে লিটন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একজন অলরাউন্ডার মিস করছিল।

যদিও বা আমরা চেষ্টা করেছি (তানজিম) সাকিবকে অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাট করেছে।’ নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে, ভিন্ন ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটিই চেষ্টা করব। অবশ্যই (ছন্দে ফেরার) চেষ্টা করব, তবে সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।’