আ.লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার

আ.লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে।

তিনি বলেন, "নির্বাচনে আওয়ামী লীগকে স্পেস দেয়ার জন্য নতুন নতুন তত্ত্ব আসছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নানান ফিলোসোফির মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক দরজা ওপেন করার চক্রান্ত চলছে। আমাদের সাবধান হতে হবে। আমি বলছি না যে আমাদের কোনো ভুল নাই, সব নির্ভুল, নিষ্পাপ। আমাদের সবার মধ্যে ভুল-ত্রুটি রয়েছে। আওয়ামী লীগ নেই বলে আমরা ঝগড়ায় লেগে যাবো, তাহলে কিন্তু এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদের জন্ম হবে।"
মিয়া গোলাম পরওয়ার বলেন, "সংস্কার কেন্দ্র করে পলিটিক্যাল পার্টির মধ্যে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে কথা বলবে, এর মানে এই না সেই দল নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। যখন আলোচনার কোনো বিষয় আসবে তখন বিতর্ক হতে পারে, নতুন যুক্ত আসতে পারে।"
তিনি বলেন, "আওয়ামী লীগের দুঃশাসন বিদায় নিয়েছে, হাসিনা চলে গেছে। এখানে আত্মতৃপ্তি, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা চলে গেলেও প্রশাসনের রন্ধে রন্ধে, বিচারবিভাগে, পুলিশে, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সকল জায়গায় ফ্যাসিবাদের দোষরররা ঘাপটি মেরে বসে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়নি। ফ্যাসিবাদের আদর্শ যারা লালন করে তারা কিন্তু এখনো দেশে আছে। নতুন বাংলাদেশ নির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায়।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, "রাষ্ট্রযন্ত্রের সর্বত্বে ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়েছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে চেপে বসেছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, এমনকি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্খা ধুলায় মিশিয়ে দেয়ার চক্রান্ত এখনো বিদ্যমান।"
তিনি বলেন, "আমাদের দেশের নির্বাচন এবং সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তিদের খেলা হয়। সেই খেলা আমরা দেখতে পাচ্ছি। এজন্য জাতীয় ঐক্যে গুরুত্ব দেন জামায়াতের এই নেতা।"
 
গণ-অভ্যুত্থানের পর নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার পথে একটি অপশক্তি বারবার বাঁধা সৃষ্টি করছে বলে জানান তিনি। এই ব্যাপারে সচেতন হওয়ার সময় হয়েছে। আত্মতৃপ্তির কিছু নেয় বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম,  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান,বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান প্রমুখ।