এক্স-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন লিন্ডা ইয়াক্কারিনো

এক্স-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন লিন্ডা ইয়াক্কারিনো

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইলন মাস্কের ‘এক্স’-এর মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা(সিইও)-এর পদ থেকে ইস্তফা দিলেন লিন্ডা ইয়াক্কারিনো। প্রায় দু’বছর ধরে সংস্থাকে নেতৃত্ব দেয়ার পরে বুধবার আচমকাই ‘এক্স’ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

২০২৩ সালের জুন থেকে টুইটার (এক্স-এর সাবেক নাম)-এর সিইও পদে কাজ করছিলেন ইয়াক্কারিনো। সংস্থার নাম বদলের পরেও তিনিই রয়ে যান সিইও পদে। বর্তমানে মাস্ক কৃত্রিম মেধাভিত্তিক পরিষেবায় আরও বেশি নজর দিতে শুরু করেছেন। কয়েক মাস আগে ‘এক্স’কে নিজেরই অপর এক সংস্থা ‘এক্স এআই’-এর কাছে বেচে দিয়েছেন তিনি। মাস্কের মালিকানাধীন দু’টি সংস্থা আগে থেকেই একসঙ্গে কাজ করছিল। তবে ‘এক্স’-কে আনুষ্ঠানিক ভাবে ‘এক্স এআই’-এর কাছে বিক্রি করে দেয়ার ফলে নতুন সংস্থায় লিন্ডার কী ভূমিকা থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহেই বুধবার নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে ‘এক্স’ ছাড়ার কথা জানালেন ইয়াক্কারিনো। 

এক্সে একটি পোস্টে ইয়াক্কারিনো তার কার্যকালকে ‘জীবনকালের সেরা সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বাকস্বাধীনতা রক্ষা, কোম্পানিকে ঘুরে দাঁড়ানো এবং টুইটার থেকে এক্সে রূপান্তরকে ‘অসাধারণ মিশন’ বলে অভিহিত করে  মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন। 

ইয়াক্কারিনো একটি বিশ্বব্যাপী ‘ডিজিটাল টাউন স্কোয়ার’ হিসাবে এক্স এর ভূমিকাকে তুলে ধরেন এবং তাদের সমর্থনের জন্য কোম্পানির টিম, ব্যবহারকারী এবং অংশীদারদের ধন্যবাদ জানান। 

মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগ -XAI -যা প্ল্যাটফর্মের ভবিষ্যত রোডম্যাপে ক্রমবর্ধমানভাবে একীভূত হবে বলে আশা করা হচ্ছে, এর সাথেও সম্পৃক্ত ছিলেন লিন্ডা। 

‘এক্স এআই’- যুক্ত হওয়ার পরে ‘এক্স’-এর নতুন অধ্যায়ে আরও ভালো কিছু আসবে বলেও  পোস্টে জানিয়েছেন তিনি। তবে দু’বছরের মাথায় হঠাৎ কেন ‘এক্স’ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, তা ওই পোস্টে স্পষ্ট নয়।