সুইডেনে স্কুলে সহিংসতায় নিহত ২
প্রথম নিউজ, ডেস্ক : সুইডেনে একটি স্কুলে সহিংসতার ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তাদের বয়স ৫০ বছরের বেশি। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি মাধ্যমিক স্কুলে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সেখানে আসলে কী ঘটেছিল সে বিষয়টি পরিষ্কার নয়। তবে পুলিশ বলছে, সেখানে বন্দুক দিয়ে হামলার কোন খবর পাওয়া যায়নি।
সহিংসতার পর ওই দুই নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। তারা ওই স্কুলেই কর্মরত ছিলেন।
ওই ঘটনার সময় স্কুলে শিক্ষার্থী এবং শিক্ষক মিলিয়ে প্রায় ৫০ জন স্কুলে উপস্থিত ছিলেন। সন্দেহভাজন গুরুতর অপরাধের খবর জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
তারা মালমো ল্যাটিন স্কুলে পৌঁছানোর পর জরুরি সেবা কর্মীরা দুই ব্যক্তিতে আহত অবস্থায় দেখতে পান।
মালমো পুলিশ প্রধান পেট্রা স্টেনকুলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই ভয়ানক ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। তাদের স্বজন এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।
ছুরি এবং কুঠার নিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যায়। হামলাকারী নিজেই জরুরি বিভাগের নাম্বারে কল দিয়ে জানান যে, তিনি দুজনকে হত্যা করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews