স্থিরচিত্রে শ্রমবিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন কুমিল্লার সাংবাদিক এমদাদ

প্রথম নিউজ, অনলাইন: শ্রমবিষয়ক লেখালেখি ও স্থিরচিত্র প্রকাশের জন্য শ্রম মিডিয়া পুরস্কার পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাংবাদিক ও কলামিস্ট মো. এমদাদ উল্যাহ। বৃহস্পতিবার (১ মে) ইলেকট্রনিক, প্রিন্ট ও স্থিরচিত্র ক্যাটাগরিতে মোট ৯ জনকে এই পুরস্কার দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে স্থিরচিত্র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক এমদাদ।
আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তার হাতে এই সম্মানসূচক ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের অর্থ তুলে দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়াল জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। এছাড়া আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাংবাদিক এমদাদ উল্যাহ আমার দেশ পত্রিকার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ এপ্রিল জাতীয় একটি দৈনিক পত্রিকায় ‘সন্তানের মুখ দেখেই শেষ শ্রমজীবী মায়ের কষ্ট’ শিরোনামে তার একটি স্থিরচিত্র প্রকাশিত হয় যা পরবর্তীতে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
এর আগে তিনি পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ ও ২০২০, পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার-২০১৯ লাভ করেছেন।