৪ জুন পর্যন্ত সচিবালয়ে প্রবেশের অনুমতি পাবেন ৬১৫ সাংবাদিক

প্রথম নিউজ, অনলাইন: আগামী ৪ জুন পর্যন্ত ৬১৫ সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সবিচালয় নিরাপত্তা শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে উল্লিখিত স্মারকে
(স্মারক নং-১৫.৫২.০০০০.০১৫.১৮.০০২.১৮) সংযুক্ত তালিকার মোট ৬১৫ জন সাংবাদিককে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতির জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের পত্রের প্রেক্ষিতে উক্ত সাংবাদিকগণকে আগামী ৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদান করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তালিকা যাচাই-বাছাই এবং তদন্ত সাপেক্ষে দেখা যায় তালিকায় উল্লেখিত সাংবাদিকগণের মধ্যে অনেক সাংবাদিক সচিবালয় বীটে কর্মরত নয়। এমতাবস্থায় নিম্নে উল্লেখিত শর্তগুলো যাচাইপূর্বক পরবর্তী তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এক্ষেত্রে শর্তগুলো হলো- উক্ত সাংবাদিক বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত কিনা। তার অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ আছে কিনা। তালিকায় উল্লেখিত সাংবাদিকগণের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনাপত্তি আছে কিনা। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো সরকার কর্তৃক অনুমোদিত কিনা এবং তালিকাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত কিনা।
এর আগে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে ৩০ ডিসেম্বর থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়।
সেই অস্থায়ী পাস নিয়েই এতদিন সচিবালয়ে প্রবেশ করছেন সাংবাদিকরা। তবে গত ১৫ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুতই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে।
সেই আলোকেয় এবার ৪ জুন পর্যন্ত ৬১৫ জন সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সচিবালয় বীটে কর্মরত সাংবাদিকদের স্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানা গেছে।