নতুন রূপে লঞ্চ হল দুরন্ত TVS Apache RTR 310, কাস্টমাইজের সুযোগ সহ পাবেন আধুনিক ফিচার

নতুন রূপে লঞ্চ হল দুরন্ত TVS Apache RTR 310, কাস্টমাইজের সুযোগ সহ পাবেন আধুনিক ফিচার

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবশেষে বাজারে এল TVS Apache RTR 310। এর দাম শুরু হয়েছে ২.৪০ লক্ষ টাকা থেকে। দুটি ভ্যারিয়েন্টে ও দুটি কালার অপশনের সাথে এসেছে নতুন এই বাইকটি। এতে পাওয়া যাবে একাধিক আধুনিক ফিচার। আপনি চাইলে Apache RTR 310 কাস্টমাইজ করতে পারবেন, এরজন্য বিশেষ কিট এনেছে TVS। আসুন এর সমস্ত মডেলের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

TVS Apache RTR 310 এর ইঞ্জিন, ফিচার ও ডিজাইন

টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০ বাইকে আছে ৩১২সিসি লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৩৫.৬ বিএইচপি পাওয়ার ও ২৮.৭ এনএম টর্ক জেনারেট করতে পারে। এটি পুরানো ইঞ্জিন হলেও, থ্রটল রেসপন্স আরও সূক্ষ্মভাবে ক্যালিব্রেট করা হয়েছে। টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০ এবার ড্রাগ টর্ক কন্ট্রোল ফিচার সহ এসেছে, যা ইঞ্জিন ব্রেকিংয়ের সময় পিছনের চাকায় ঝাঁকুনি পড়া আটকায়।

এর বাইরের ডিজাইনে খুব একটা পরিবর্তন আনা হয়নি, কেবল নতুন ট্রান্সপারেন্ট ক্লাচ কভার, সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর আর ফ্রেশ রেড কালার পেইন্ট স্কিম চোখে পড়বে।

TVS Apache RTR 310 এর এক্স-শোরুম দাম

TVS Apache RTR 310 এর বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ২.৪০ লাখ টাকা, যেটা শুধু ব্ল্যাক কালারেই পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ড্রাক টর্ক কন্ট্রোল আর রিয়ার-হুইল লিফট মিটিগেশন ফিচার।

এছাড়া বাইকটি আরেকটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম ২?৫৭ লাখ টাকা, এখানে বাইডাইরেকশনাল কুইকশিফটার পাওয়া যাবে, সঙ্গে কালার অপশন হিসেবে রেড ও ইয়েলো উপস্থিত।

যারা বাইকটা কাস্টমাইজ করতে চান, তাদের জন্য TVS এনেছে দুটি BTO (বিল্ড-টু-অর্ডার) কিট – ডায়নামিক কিট, যার দাম ১৮,০০০ টাকা, এখানে পাবেন ফুলি অ্যাডজাস্টেবল সাসপেনশন, ব্রাস-কোটেড চেন আর TPMS। আর ডায়নামিক প্রো কিটের দাম ২৮,০০০ টাকা, যার মধ্যে আছে কিহীন ইগনিশন, লঞ্চ কন্ট্রোল আর লিন-সেনসিটিভ ইলেকট্রনিকস।