মধ্যরাতে চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

মধ্যরাতে চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ এলাকায় মধ্যরাতে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী তায়েব উল্লাহর ফেসবুক পোস্ট অনুযায়ী, রাত ১টার সময় হারবাং এলাকায় ১০-১৫ জন লাঠিসোটা হাতে গাড়ি থামিয়ে এনসিপির কর্মীদের খুঁজছিল। পরে তিনি দেখতে পান, চকরিয়া কলেজের সামনে ছাত্রলীগের মিছিল চলছে, গাড়ি আটকে টায়ার জ্বালানো হচ্ছে।
সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে সংঘটিত একটি ঘটনার প্রতিবাদে রবিবার ফেসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ডাক দেয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন। চকরিয়ার সচেতন নাগরিকরা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে।