নওগাঁয় হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু (২৫) নামে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

 নওগাঁয় হত্যা মামলার আসামি গ্রেফতার
নওগাঁয় হত্যা মামলার আসামি গ্রেফতার- প্রথম নিউজ

প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু (২৫) নামে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৬ মার্চ) দুপুর ১২টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতার শফিকুল আত্রাই থানার জয়সাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত লুৎফর শাহর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আত্রাই উপজেলার জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ ও মোজাম্মেল হক তারা চাচাতো ভাই। তাদের মধ্যে বসতবাড়ির ১২ শতক জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে মোজাম্মেল হক বিরোধপূর্ণ ওই সম্পত্তি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় আব্দুস ছামাদ, গোলাম মোস্তফা, আব্দুর সবুর, বাধন সাহ, আব্দুল বারিক, বেদারুন নেছা, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি গুরুত্বর আহত হয়। তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর ও বাধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান।

ঘটনায় শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। মামলার পর ৬নম্বর এজাহার নামীয় আসামি শফিকুল ইসলাম পলাতক ছিলেন। গোপন খবরে শনিবার রাতে নাটোরের নলডাঙ্গা থানার মহিষডাঙ্গা পিয়াদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

শফিকুলকে নওগাঁর আত্রাই থানায় হস্থান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom