রাজধানীতে ১২৩ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে ১২৩ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৫

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। এসময় তাদের কাছ থেকে  ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- নাছির সরকার (৩৮), ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), আব্দুল কাদের (৫০) ও মনির হোসেন (৩২)।

মঙ্গলবার (২৯ জুলাই) ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারী জোনাল টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল সংখ্যক চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে উল্লেখিত ৫ জনকে গ্রেপ্তার করে। 
তিনি আরও বলেন,গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তাররা মোবাইল ফোন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই চোরাই মোবাইল ফোনগুলো বিক্রি করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।