স্ত্রী-সন্তান না থাকার সুযোগে ধর্ষণ; আশরাফ হাকিমির বিচার দাবি

প্রথম নিউজ, খেলা ডেস্ক: পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২০২৩ সালে নিজের বাসায় ডেকে নিয়ে এক নারীকে তিনি ধর্ষণ করেছেন। ওই সময় হাকিমির স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে বাইরে ছিলেন। এই ঘটনায় গতকাল পিএসজি তারকার বিচার করার দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। যদিও হাকিমি এই অভিযোগ অস্বীকার করেছেন।
হাকিমির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি স্ত্রী-সন্তানের অনুপস্থিতির সুযোগে ভুক্তভোগী নারীকে তিনি প্যারিসে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানান। এজন্য যাতায়াত খরচও দিয়ে দেন সেই নারীকে। পরবর্তীতে সেই নারী পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এবং তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে। সেই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে না চাইলেও কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।
পুলিশকে ভুক্তভোগী নারী বলেছিলেন, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে তার পরিচয়। সেই রাতে ট্যাক্সি করে তিনি হাকিমির বাসায় গিয়েছিলেন। ট্যাক্সির ভাড়াও দিয়েছিলেন হাকিমি। এরপর বাসার ভেতর হাকিমি সম্মতি ছাড়াই তার শরীর স্পর্শ করেন এবং তারপর ধর্ষণ করেন। এমন পরিস্থিতিতে এক বন্ধুকে ফোনে খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চান সেই নারী। পরে সেই বন্ধু এসে তাকে নিয়ে যান।
এবার ঘটনার তদন্তে নিয়োজিত বিচারককে ধর্ষণের অভিযোগটি ফৌজদারি আদালতে তোলার অনুরোধ করেছেন ফরাসি কৌঁসুলিরা। যদিও হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন দাবি করেছেন, ‘মামলার উপকরণ অর্থহীন এবং বোধগম্য নয়। আশরাফসহ আমরা শান্ত আছি এবং অবশ্যই আপিলের সবরকম উপায় খুঁজব।’ অন্যদিকে অভিযোগকারী নারীর আইনজীবী র্যাচেল বলেছেন, ‘এই মামলার কোনো অন্যায় দাবি নেই। আমার মক্কেল এ খবরে (হাকিমিকে বিচারের সন্মুখীন করা) স্বস্তি পেয়েছে।’