সেই দুই সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

উড়ো হুমকির পর ভয় পেয়ে সিরিজ না খেলেই চলে গিয়েছিল নিউজিল্যান্ড

 সেই দুই সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড
সেই দুই সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক :পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার উড়ো হুমকির পর ভয় পেয়ে সিরিজ না খেলেই চলে গিয়েছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের সাবেক প্রধামন্ত্রী ইমরান খান নিজে অনুরোধ করেও ফেরাতে পারেননি কিউই ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ডও বাতিল করে দিয়েছিল পাকিস্তান সফর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের এভাবে পাকিস্তান সফর বাতিল করার কারণে দেশ দুটির তুমুল সমালোচনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

যদিও পিসিবি কর্তৃক ঘোষিত তাদের আগামী এক বছরের সূচিতে দেখা যাচ্ছে এই বছরেরই শেষ দিকে আবার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড এবং দুই দলই। স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো খেলতেই অন্তত দু’বার করে পাকিস্তান যাবে দল দুটি।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের পুরুষ ও নারী ক্রিকেট দলের জন্য আগামী এক মৌসুমের ঠাসা সূচি প্রকাশ করেছে। পুরো এক মৌসুমে তারা কোথায় কোথায় খেলবে, কোন কোন সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলবে- পুরো তালিকা তুলে ধরেছে তারা।

পিসিবি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল আগামী এক মৌসুমে ৭টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং অন্তত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সাতটি টেস্টের সবগুলোই আইসিসি ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। যার মধ্যে ২টি শ্রীলঙ্কার বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে ৩টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি।

১২টি ওয়ানডে খেলবে তারা আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের করে সিরিজ।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অংশ নেবে দুটি টুর্নামেন্টে। এসিসি এশিয়া কাপ এবং ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে দুই টুর্নামেন্টেই কম করে ৫টি করে ম্যাচ খেলবে তারা। এই দুই টুর্নামেন্টের বাইরে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে সাত ম্যাচের, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের এবং নিউজিল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের।

আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ড ৫টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতেও পাকিস্তান আসার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেপ্টেম্বর এবং অক্টোবরে তারা সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে ইংলিশরা আবার পাকিস্তান সফর করবে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য।

ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডের সিরিজ খেলবে। এরপর এপ্রিলে আবারও ৫ ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে আসতে পারে কিউইরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom