তথাকথিত মব সন্ত্রাস প্রতি মুহূর্তে মানুষকে গিলে খাচ্ছে : রুহিন হোসেন প্রিন্স

তথাকথিত মব সন্ত্রাস প্রতি মুহূর্তে মানুষকে গিলে খাচ্ছে : রুহিন হোসেন প্রিন্স

প্রথম নিউজ, অনলাইন:   বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমান সময় এসে আমরা দেখতে পাই যে অন্য ধরনের একটা ভয়ের রাজত্ব। তথাকথিত মব সন্ত্রাসের নামে বা একটা অজানা ভয় প্রতি মুহূর্তে মানুষকে গিলে খাচ্ছে। যেটা আমাদের সরকারি পরিসংখ্যানগুলো দেখা যায়। যেটা আমরা বলি যে ভোট এবং ভাতের অধিকারের কথা, সেই জায়গাটা একটা তথ্য-উপাত্ত তো সরকারকেই স্বীকার করতে হচ্ছে যে কী পরিমাণ মানুষ এই সময় কর্মহীন হয়ে গেছে।

তিনি বলেন, নতুন কর্মসংস্থানের খোঁজ নাই। নারীরা বেশি বেকারত্বে পড়ে গেছে এবং দিন যত যাবে, আরো কলকারখানা বন্ধ হয়ে যাবে। নতুন কর্মসংস্থার কোনো দেখা নেই, বরঞ্চ এখানে বাণিজ্যে যে এম্বারগো, তাতে করে যুক্তরাষ্ট্র লাস্ট যে এম্বারগো সেটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আরেকটা বড় প্রশ্ন উঠছে, তাদের সঙ্গে কীভাবে ফয়সালা করছে, আমরা জানি না।
কিন্তু যতটুকু গতকাল ও আজকের পত্রিকায় খবর আসছে, তাতে সরকার এমন কতগুলো চুক্তির দিকে হয়তো বা যাচ্ছে শোনা যায় যে সেটা দেখা যাবে চীন এবং অন্যরা বায়াসড হয়ে আরেক ধরনের নতুন সংকট হবে কি না।

তিনি আরো বলেন, আমি তিনটা কথা যদি বলি যে ভোটের অধিকারেরও পূর্ণ দেখা মেলেনি। এদিকে ভয়ের রাজত্বেরটা অবসান হয় নাই। মানুষের মিনিমাম কর্মসংস্থানসহ খাদ্যের অধিকারের জায়গাটাও মেলেনি।
এত সবের বাইরেও এত বড় একটা গণঅভ্যর্থনে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছে- তাদের তো মর্যাদা পুনর্বাসন চাই। কিন্তু যে লাখ লাখ কোটি মানুষ যে আশা নিয়ে এটা করেছিল, আমার ধারণা তাদের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি। আমরা রাস্তাঘাটে গেলে বলে তারা বলে, হলোটা কী? অন্তর্বর্তী সরকারসহ আমরাও পুরোটা দায় এড়াতে পারি না। মানে সবাই মিলে যেটা এখানে করার কথা ছিল, এখনো পর্যন্ত সেই অধিকার ফিরে পাওয়ার দেখাটা মিলেছে বলে আমার মনে হয় না।