বিশ্ববাজারে ২ শতাংশ বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ২ শতাংশ বাড়ল স্বর্ণের দাম

প্রথম নিউজ, অনলাইন: বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এ বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১.৮% বেড়ে ৩,৩৪৭.৬৬ ডলারে বিক্রি হয়েছে। গত ২৫ জুলাইয়ের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দর। এছাড়া, সপ্তাহজুড়ে বুলিয়নের দামও ০.৪% বৃদ্ধি পেয়েছে।

ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম প্রায় ১.৫% বেড়েছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণ ৩,৩৯৯.৮ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পে-রোল ডেটা প্রত্যাশার চেয়ে কম আসা এবং নতুন শুল্ক ঘোষণার প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণকেই বেছে নিয়েছেন।

এদিকে, বাংলাদেশে টানা দুই দফা দাম বাড়ানোর পর গত ২৪ জুলাই স্বর্ণের দাম কমানো হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম সমন্বয় করে। শনিবার (২ আগস্ট) থেকে এই নতুন দামেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

সমন্বয়কৃত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।