নিউইয়র্কে ১ টন গাঁজাসহ গ্রেফতার ৬

নিউইয়র্কে ১ টন গাঁজাসহ গ্রেফতার ৬

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কের কুইন্সে দুই হাজার পাউন্ড গাঁজা ও অন্যান্য অবৈধ পণ্য পরিবহণকারী একটি লাইসেন্সবিহীন আন্তঃরাজ্য গাঁজা চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ। শুক্রবার (১ আগষ্ট) ম্যাসপেথ ও লং আইল্যান্ড সিটিতে দুটি ট্রাক এবং দুটি স্টোরেজ লোকেশন তল্লাশির পর এ অভিযান চালানো হয়।

একাধিক সংস্থার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ২ হাজার পাউন্ড বা ১ টনের বেশি গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ ডলার। এছাড়াও শত শত প্যাকেট ক্যানাবিস পণ্যও জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয় ছয়জনকে।

গ্রেফতারকৃতরা হলেন- বেসাইডের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ের বাসিন্দা এমারসন রামোস গার্সিয়া (২৪), জ্যাকসন হাইটসের ৮৯তম স্ট্রিটের বাসিন্দা হোসে কারবাহাল এনামোরাদো (২৪), কিউ গার্ডেনসের ট্যালবট স্ট্রিটের বাসিন্দা এরঝেনা মিতুপোভা (৩৪), আনা মিগাল (৪৭), ম্যানহাটনের মোট স্ট্রিটের বাসিন্দা এডুয়ার্দো লোপেজ (২৯) ও কোর্টনি ফার্গুসন (৪০)।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, অভিযুক্তরা একটি বৃহৎ পরিসরের অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।  তারা হাজার হাজার পাউন্ড গাঁজা কুইন্সে আনে। এ ধরণের টিএইচসি পণ্যগুলো অবৈধভাবে বিক্রি হওয়ার ফলে আমাদের সম্প্রদায়ের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এ কারণেই বৈধ দোকানগুলোকে কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।