এক যুগ আগের রাজা এখন নিঃস্ব, মোবাইল ফোনের ব্যবসা গোটাচ্ছে Sony

এক যুগ আগের রাজা এখন নিঃস্ব, মোবাইল ফোনের ব্যবসা গোটাচ্ছে Sony

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২০০৫ সালের দিকে যারা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের কাছে Sony এক জনপ্রিয় নাম। ব্র্যান্ডটি সেই সময় Nokia, Motorola, Samsung এর মতো কোম্পানিকে টেক্কা দিত। যদিও আজ সেই Sony-ই ধীরে ধীরে মোবাইল ফোনের দুনিয়া থেকে সরে দাঁড়ানোর পথে। ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun-এর রিপোর্ট থেকে জানা গেছে, Sony খুব শীঘ্রই যুক্তরাজ্য থেকে তাদের মোবাইল ফোন ব্যবসা গুটিয়ে নিতে চলেছে।

মোবাইল ফোন ব্যবসা বন্ধ করছে Sony

যদিও ব্র্যান্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই সনি এক্সপেরিয়ার সিরিজের একাধিক মডেল কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে ‘আউট অফ স্টক’ দেখাচ্ছে। এর আগে ভারতসহ একাধিক দেশে থেকে মোবাইল ব্যবসা গুটিয়ে নিয়েছিল সনি। এখন যুক্তরাজ্যেও তাদের মার্কেট শেয়ার মাত্র ১ শতাংশে নেমে এসেছে। আর গোটা বিশ্বে মার্কেট শেয়ার ১ শতাংশেরও নিচে। ফলে ব্যবসা বন্ধ করার এটাই আসল কারণ বলে মনে হচ্ছে।

ক্যামেরার জন্য জনপ্রিয় ছিল Sony

একটা সময় ছিল, যখন সনি এরিকসন এর হ্যান্ডসেট ২জি মোবাইল ফোনের দুনিয়ায় রাজত্ব করত। তাদের ফোনগুলি ছিল ক্যামেরা কোয়ালিটির জন্য জনপ্রিয়, আর দামও থাকতো তুলনামূলক বেশি। ২০০৫ সাল নাগাদ নোকিয়া, ব্ল্যাকবেরি, এলজি, এইচটিসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তারা। এমনকি এক সময় গ্লোবাল মার্কেটে তাদের শেয়ার ৯ শতাংশ ছুঁয়েছিল।

অন্য ব্র্যান্ডের জন্য ক্যামেরা সেন্সর বানায় Sony

বর্তমান সময়ে যদিও সনি ফোন তৈরিতে পিছিয়ে পড়েছে। তবে এখনও তারা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের জন্য ক্যামেরা সেন্সর তৈরি করে। অন্যদিকে, সনি গেমিং কনসোল, ক্যামেরা ও টিভি সেগমেন্টেও এখন বেশ জনপ্রিয়।

মার্কেট শেয়ারের হিসেবে এখন প্রিমিয়াম স্মার্টফোন দুনিয়ায় একচেটিয়া রাজত্ব করছে অ্যাপল আর স্যামসাং। স্যামসাংয়ের গোটা বিশ্বে মার্কেট শেয়ার ২০.১ শতাংশ, আর অ্যাপলের ১৯.৫ শতাংশ। এরপর শাওমি ১৩.৯ শতাংশ, ওপ্পো ৭.৮ শতাংশ, আর ভিভো ৭.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।