ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট হাইড করবেন যেভাবে
প্রথম নিউজ, ডেস্ক : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা কিংবা কোনো স্ট্যাটাস দেওয়ার পর বারবার গিয়ে অনেকেই দেখেন কে কি মন্তব্য করলো। তবে অনেক সময় এই মন্তব্য হয়ে ওঠে বিরক্তির কারণ। প্রায় সময় দেখা যায় ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই আপত্তিকর মন্তব্য করেন, যা মনের ওপর প্রভাব ফেলতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য নিয়ন্ত্রণ করতে পারেন। চাইলে একেবারে বন্ধ রাখতে পারেন। আবার নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে হাইড (লুকিয়ে) রাখতে পারবেন।
ইনস্টাগ্রাম হাইড ফিচারের সাহায্য যে কোনো কমেন্টকে লুকিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টে যদি কেউ এমন কমেন্ট করে থাকে, যা আপনার একেবারেই পছন্দ হচ্ছে না। আর আপনি এটাও চাইছেন না যে সেই কমেন্ট অন্য কেউ দেখুক। তাহলে আপনি এই ফিচার কাজে লাগাতে পারেন। লুকিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই খারাপ কমেন্ট আর কেউ দেখতে পাবে না।
চলুন জেনে নেওয়া যাক কমেন্ট হাইড করবেন যেভাবে-