কঠিন সিদ্ধান্ত নিলেন তানিয়া বৃষ্টি

কঠিন সিদ্ধান্ত নিলেন তানিয়া বৃষ্টি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: টিভি ও চলচ্চিত্রে গত কয়েক বছর ধরে সুনামের সঙ্গে নিয়মিত অভিনয় করে আসছেন তানিয়া বৃষ্টি। যদিও অভিনয়ের পাশাপাশি মাঝে-মধ্যে মডেলিংয়েও দেখা যায় সময়ের এই ব্যস্ত অভিনেত্রীকে। তবে হঠাৎ করেই এই ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। জানালেন, বিয়ের পর আর অভিনয় করার পরিকল্পনা নেই তার। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরেও। 

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই। তবে আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’

তবে বিয়ে কবে এবং কাকে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তানিয়ার ভাষ্য, ‘এখনই তেমন কিছু ঠিক হয়নি। ভালো পাত্র পেলে এবং মানসিকভাবে প্রস্তুত হলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবো।’  উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। তবে অভিনেত্রী জানিয়ে দেন, ‘এসব গুজব।’