‘ময়না’ নিয়ে হাজির হলেন কোনাল-বুবলী

‘ময়না’ নিয়ে হাজির হলেন কোনাল-বুবলী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: হাল সময়ের ব্যস্ত ও দর্শকপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা, যেগুলো মুক্তি পাবে সামনে। অন্যদিকে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নিয়মিত গান করছেন সোমনূর মনির কোনাল। বিশেষ করে প্লে-ব্যাকে বেশ ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। এবার নতুন খবর হলো, কোনালের ‘ময়না’ গানে এবার মডেল হয়ে এলেন বুবলী। গতকাল ‘ময়না’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে গানচিলের ব্যানারে। গানটির মিউজিক ভিডিওতে জমিয়ে নেচেছেন বুবলী। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

এই গান দিয়ে নতুন এক অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছেন বুবলী। গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত এ গানটি গতকাল প্রকাশের পর থেকে বেশ প্রশংসিত হচ্ছে। শুধু বুবলীই নন, এতে তার সঙ্গে নেচেছেন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনও। গান প্রকাশের একদিন আগে কোনাল ও গানটির পুরো টিমকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাপ্পা মজুমদার, নাজমুন মুনিরা ন্যান্‌সি, আঁখি আলমগীর ও ইমরানের মতো সংগীত তারকারা।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, বেশ সুন্দর একটি রোমান্টিক গান। গানটিতে মজা রয়েছে। প্রকাশের মাত্র অল্প সময়ের ভেতরেই গানটি থেকে অভাবনীয় সাড়া মিলছে। আমার বিশ্বাস গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।