ভালোবাসা হলো আইসক্রিমের মতন: মাহিয়া মাহি
১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।

প্রথম নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।
চলতি মাসেই স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান এই নায়িকা। সেখানে গিয়ে পড়েন এক বিব্রতকর পরিস্থিতর মধ্যে। কারণ ওই সময়টায় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার সেই ফোনকলটি ফাঁস হয়। যেখানে তিনি পদ হারানো এই প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন চিত্রনায়ক ইমনের ফোনে। ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন এই নায়িকা। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও।
এরমধ্যেই আজ বুধবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবিসহ ভালোবাসার বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতার যেন তুলে ধরেছেন।
মাহি তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রিমটা তার আগের রুপ আর ফিরে পাবে না।’
ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লেখেন, “কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কি হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’
মাহি আরও যোগ করেন, ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি, আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’সিনেমার শুটিং করছেন মাহি। এই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: