মালয়েশিয়ায় ফ্যাক্টরিতে দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত, আহত ৫

মালয়েশিয়ায় ফ্যাক্টরিতে দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত, আহত ৫

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গরের কুয়ালালাংগাটের ওলাক লেমপিটে অবস্থিত একটি গ্লাভস ফ্যাক্টরিতে ১৭-স্তরের একটি স্টোরেজ র‍্যাক ধসে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির নিউ স্ট্রেইটস টাইমস সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশন সহকারী পরিচালক আহমাদ মুখলিস মুখতারের উদৃতি দিয়ে জানিয়েছে, আজ সকালে গ্লোভ মাস্টার ফ্যাক্টরিতে এ দুর্ঘটনার বিষয়ে সকাল ১০টা ৫৪ মিনিটে একটি জরুরি কল পাওয়া যায়। কেএলআইএ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল সকাল ১১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

তারা পৌঁছে দেখতে পান, পাঁচজন শ্রমিককে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনও র‍্যাকের নিচে আটকে ছিলেন। সবাই আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে, যে শ্রমিক ধসে পড়া র‍্যাকের নিচে চাপা পড়েছিলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপারেশনের কমান্ডার মোহাম্মদ নূর খাইরি সামসুমিন জানান, “উদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করা হয়। সকাল ১১টা ২০ মিনিটে শেষ আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়, কিন্তু ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা।”

নিহত ব্যক্তির নাম শুধু ‘রহমান’ বলে জানা গেছে, তিনি ৩৩ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক। উদ্ধার অভিযানে নয়জন দমকলকর্মী অংশ নেন, যারা একটি দমকল ট্রাক ও একটি এমার্জেন্সি মেডিকেল রেসকিউ সার্ভিস (EMRS) গাড়ির সহায়তায় কাজ করেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।