ভালুকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভালুকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মা’কে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার অভিযুক্ত নজরুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নজরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নারীর ছোট ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলামকে আসামি করে গত ১৪ জুলাই রাতে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তিনি ভালুকায় একটি পোশাক কারখানায় কর্মরত। তার ভাই মো. নজরুল ইসলামও একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। গত ১৩ জুলাই রাত ৮টার দিকে রফিকুল ইসলাম নিজ কর্মস্থলে যান এবং পরদিন ১৪ জুলাই  সকালে বাসায় ফিরে বারান্দার দরজা তালাবদ্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি আরেকজনের সহযোগিতায় বারান্দার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন বিছানায় গলাকাটা অবস্থায় তার স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরবের (২) মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে। ঘটনার পর রফিকুলের ভাই নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে একই দিন রাতে ওই হত্যাকাণ্ডের শিকার নারীর ছোট ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহতের দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত আরো ১-২ জনকে আসামি করা হয়।

ট্রিপল মার্ডার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুসায়ুন কবির জানান, ভালুকার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তাকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।