গান ও রাজনীতি নিয়ে যা বললেন মনির খান

গান ও রাজনীতি নিয়ে যা বললেন মনির খান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সম্প্রতি গান প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিয়ত গান করছি। আমার দুটি ইউটিউব চ্যানেল। এগুলোতে প্রতি মাসেই দু-তিনটি গান প্রকাশ করতে হয়। গতকাল গান রেকর্ডিং করেছি, আগামীকালও রেকর্ডিং আছে। সবমিলিয়ে গানের মধ্যেই আছি। প্রতিনিয়ত গান প্রকাশ করা কতোখানি কঠিন সে প্রসঙ্গে তিনি বলেন, এটা আসলে অধ্যবসায়ের বিষয়। দেখুন, আপনি নিয়মিত না লিখলে আপনার লেখার মান কমে যাবে।

আমাদের শরীর ঠিক রাখতে হলে একটা নিয়মিত চর্চার মধ্যে থাকতে হয়। তেমনি কণ্ঠটাকে ঠিক রাখতে হলেও এটার নিয়মিত চর্চা জরুরি। সংগীত তো গুরুমুখী বিদ্যা, আমরা গুরুর কাছ থেকে যা শিখেছি, তাই করে যাচ্ছি। এখনো নিয়ম করে প্রতিদিন গানের চর্চা করি। আর চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। অনেকে বর্তমান সময়ের কথা মাথায় রেখে গান করেন। তবে সময় না, আমি সৃষ্টিকে প্রাধান্য দিই। গানের কথা, সুর যেন মানসম্পন্ন হয়, সে গানটা যেন অনেক দিন ধরে মানুষ শোনে, এসব বিষয় খেয়াল রেখেই গান করি।

বিএনপি থেকে সরে যাওয়ার গুঞ্জন উঠেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা সত্য নয়। ২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে। আমি দলের পদ ছেড়ে দিয়েছিলাম, দল কখনো ছাড়িনি। আমি বিএনপিতে ছিলাম, এখনো আছি। যে গুজব ছড়ানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। ১০ বছর ধরে আমি এলাকায় সবকিছু গুছিয়ে এনেছি। এলাকার মানুষজন আমাকে পছন্দ করছে। এসব একটি শ্রেণি পছন্দ করতে পারছে না। তাই গুজব ছড়াচ্ছে। এ ছাড়া তিনি আরও বলেন, আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করে, তাহলে নির্বাচন করবো।