প্রথম নিউজ, অনলাইন: সম্প্রতি রাজধানীর শ্যামলীতে সংঘটিত ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে ভয়াবহ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, কাঁধের ব্যাগ এমনকি গায়ের জামা ও পায়ের জুতা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পরে সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ছিনতাইকারী এবং একজন খালি গায়ে থাকা ব্যক্তি মোটরসাইকেলে এসে পথচারী যুবকের পথরোধ করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে যুবককে জিম্মি করে সবকিছু ছিনিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।