৭৯ রানে অলআউট রংপুর, রক্ষা পেল বৃষ্টিতে

প্রথম নিউজ, অনলাইন: গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্স বিপাকেই পড়ে গিয়েছিল। তবে শেষমেশ তাদের রক্ষা করেছে প্রকৃতি।
ম্যাচটি বৃষ্টির কারণে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বৃষ্টি শুরু থেকেই বাগড়া দিচ্ছিল রংপুরের ম্যাচে। যে কারণে খেলাটা ছোট হয়ে ১৪ ওভারে নেমে আসে।
প্রথমে ব্যাট করতে নেমে রংপুর অলআউট হয়ে যায় মাত্র ১৩.৫ ওভারে ৭৯ রানে। কিন্তু বৃষ্টির জন্য দ্বিতীয় ইনিংস শুরুই করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
তবে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল রংপুর রাইডার্স। আগের তিন ম্যাচে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই ম্যাচেও হারেনি রংপুর। ফলে গ্রুপপর্বে একটিও হার না নিয়ে অপরাজিত থেকেই শেষ করল তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৫টায়।