নেপালের বিপক্ষে থাকছেন না হামজা-শমিত

প্রথম নিউজ, অনলাইন: সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে অনেক দেশের সঙ্গেই যোগাযোগ করেছে বাফুফে। শুরুতে ইউরোপীয় দলের কথাও বলা হয়েছিল। পরে নেপালের বিপক্ষে চূড়ান্ত হয়। সেটাও আবার অনিশ্চিত হয়ে যায় দক্ষিণ এশিয়ার বাইরের একটি দলের সঙ্গে আলোচনা এগিয়ে যাওয়ায়।
তবে সর্বশেষ গতকাল জাতীয় দল কমিটির সভায় চূড়ান্ত হয়েছে, নেপালেই হবে খেলা। আগের সূচি অনুযায়ী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে হবে ম্যাচ দুটি।
মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হবে সেপ্টেম্বরের এ দুই ম্যাচ। লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম এই প্রীতি ম্যাচ দুটিতে থাকছেন না।
লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা এই মুহূর্তে দলটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে আছেন। কাভালরি সিটির হয়ে শমিতের লিগের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। ‘ওরা ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না’—গতকাল সভা শেষে জানিয়েছেন জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন। ম্যানেজার হিসেবে আমের খানই থাকছেন দলের সঙ্গে।
তবে গতকালের সভায়ও অনূর্ধ্ব-২৩ দলের কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে।
তাবিথ আউয়ালের নেতৃত্বে গত সপ্তাহেই সভায় বসেছিল জাতীয় দল কমিটি। জানানো হয়েছিল, এক সপ্তাহ পর অনূর্ধ্ব-২৩ দলের কোচের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। আবাহনীর কোচ মারুফুল হক এবং এর আগে অনূর্ধ্ব-২৩ দলে দায়িত্ব পালন করা জুলফিকার মাহমুদ এই মুহূর্তে দায়িত্ব নিতে রাজি হননি বলেই জানা গিয়েছিল। না করে দিয়েছেন ফর্টিস এফসির কোচ মাসুদ কায়সারও।
টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুই শেষ পর্যন্ত ক্যাম্প শুরু করতে পারেন—এমনই গুঞ্জন। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। সিঙ্গাপুরের বিপক্ষে মূল দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা মিচেল সেই ক্যাম্পে ডাক পাচ্ছেন—এটি অবশ্য নিশ্চিত করা হয়েছে এর মধ্যেই।
হামজা, শমিত এবং সেই সঙ্গে ফাহমিদুলও সিনিয়র দলে না থাকায় বলাই যায়, নেপাল সফরে বাইরের দেশে লিগ খেলা কোনো ফুটবলার থাকছেন না এবার। জাতীয় দলের ক্যাম্প কবে থেকে, অনূর্ধ্ব-২৩ দলই বা প্রস্তুতি শুরু করছে কবে, সেটি এখনো জানায়নি বাফুফে। হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে কোচ ছিলেন। তবে এবার জাতীয় দল ও যুব দলের খেলা একই সময়ে হওয়ায় নতুন কোচ খুঁজতে হচ্ছে।