মা চাননি ছেলে ক্রিকেটে সময় নষ্ট করুক

মা চাননি ছেলে ক্রিকেটে সময় নষ্ট করুক

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট হলো টি-টোয়েন্টি। ক্ষুদ্র ফরম্যাটের এই সংস্করণ আবিস্কারের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। টি-টোয়েন্টিরই এক বাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।  ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আবিস্কারের পর থেকে বেশ জনপ্রিয়। বিশেষ করে ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের পিএসএল, শ্রীলংকার এলপিএলসহ ক্রিকেট বিশ্বের অধিকাংশ দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। 

ফ্র্যাঞ্চাইজি লিগের পোা পরিচিত মুখ হলেন ওয়েষ্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অথচ ক্রিকেটে ক্যারিয়ার শুরুর আগে তার মা চাননি ছেলে ক্রিকেট খেলুক। আন্দ্রে রাসেলের মা স্যান্ড্রা ডেভিস চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে একটি ভালো চাকরি করুক। কিন্তু রাসেল জানতেন, যদি পরিবারকে সত্যিই সচ্ছল করতে হয়, তবে তাকে সফল ক্রিকেটার হতে হবে। তাই পেশা হিসেবে ক্রিকেটকে বেছ নেন। 

রাসেলের বাবা মাইকেল রাসেল একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। রাসেল মাকে বলেছিলেন, ‘মা, আমাকে শুধু দুই বছর সময় দাও। যদি সফল না হই, তবে যেটা বলবে সেটাই করব।’ 

২০০৭ সালে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। তার বিধ্বংসী ব্যাটিং ও ভয়ঙ্কর পেসে ওয়েষ্ট ইন্ডিজের জাতীয় দলের নির্বাচকরা মুগ্ধ হন। ২০১০ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আন্দ্রে রাসেলের। 

২০২৩ সালের অক্টোবরের এক প্রতিবেদন অনুসারে টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয় খ্যাত আন্দ্রে রাসেল ১৭৬ কোটি টাকার মালিক। বর্তমানে তিনি প্রায় তিনশো কোটি টাকা মালিক। 

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৫৬১ ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি আর ৩৩টি ফিফটির সাহায্যে ৯ হাজার ৩১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৪৮৫ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্স তিনবার আইপিএল শিরোপা জিতেছে।