ইয়াংমেন্সের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

ইয়াংমেন্সের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিদেশি খেলোয়াড়ের পাওনা পরিশোধ না করায় ফিফা থেকে দলবদলের নিষেধাজ্ঞায় পড়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। উজবেক খেলোয়াড় সরদার জাখোনোভ তার পাওনা চেয়ে ফিফায় অভিযোগ জানালে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চলতি দলবদলে কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না ইয়াংমেন্স। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমদ আলী জানিয়েছেন যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা, ‘আসলে আগের কমিটিই দেখেছে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টা।

আমরা তাদের সঙ্গে এখন যোগাযোগ করছি যাতে বিষয়টি সমাধান করা যায়।’ গত ৫ আগস্টের পর ইয়াংমেন্স ক্লাবের কমিটি বদলে যায়। প্রথম লেগের পর আগের বিদেশিদের ছেড়ে দেয় নতুন কমিটি।