দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া
জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে দ্রুততম মানব হয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে দ্রুততম মানব হয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। শিরিন শিলাকে পেছনে ফেলে দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। সোমবার সকালে ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছিলেন ইমরান। তখনই তাকে নিয়ে আলোচনা শুরু। বিকেলে তার প্রমাণও মিলল। গতবারের দ্রুততম মানব ইসমাইলকে পেছনে ফেলে প্রথম হন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। ইমরান হ্যান্ড টাইমিংয়ে ১০.৩ ও ইলেকট্রনিকে ১০.৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। ইলেকট্রনিক টাইমিংয়ের হিসেবে এটি বাংলাদেশের সেরা টাইমিং। গতবারের দ্রুততম মানব ইসমাইল হয়েছেন এবার তৃতীয়।
অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টেও হয়েছে পট পরিবর্তন। জাতীয় ও সামার মিলিয়ে দশ বারের বেশি দেশের দ্রুততম মানবী হয়েছিলেন শিরিন আক্তার। এবার সেই শিরিনকে পেছনে ফেলে প্রথম হন সুমাইয়া দেওয়ান। সুমাইয়ার টাইমিং ১২.২০ (হ্যান্ডটাইমিং), ১২.৩০ (ইলেকট্রনিক)। শিরিন তার চেয়ে সামান্য পিছিয়ে ছিলেন ১২.৩৬ (ইলেকট্রনিক)। তবে তিনি শেষ করতে পারেননি দৌড়। ফিনিশিং লাইনের খুব কাছে এসে পড়ে যান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: