দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ১৯ বছরের দিব্যা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফিদে নারী বিশ্বকাপ যে ভারতীয় চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে, সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল কে জিতবেন? ৩৮ বছরের কোনেরু হাম্পি নাকি ১৯ বছরের দিব্যা দেশমুখ? শেষ পর্যন্ত বাজিমাত করেছেন দিব্যা। গতকাল সোমবার তিনি টাইব্রেকারে হারিয়ে দিয়েছেন অভিজ্ঞ হাম্পিকে। অভিজ্ঞতায় হাম্পির থেকে অনেক পিছিয়ে ছিলেন দিব্যা। কিন্তু আগ্রাসী গেমে তিনি বাজিমাত করেন। তার তুলনায় হাম্পিকে অনেক বেশি রক্ষণাত্মক মনে হয়েছে নিজের দ্বিগুণ বয়সি হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। তিনি কেঁদে ফেলেন। দুটি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু প্রথম র্যাপিড গেমে দুজনে ড্র মেনে নিতে বাধ্য হন।
দ্বিতীয় র্যাপিড গেমে সাদা গুটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। কালো গুটি নিয়ে খেললেও দিব্যা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সময় কম নিচ্ছিলেন। অন্য দিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন বেশি। ফলে তাঁর ঘড়িতে সময় কমছিল। একটা সময় ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। বাধ্য হয়ে ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু চাপের মুখে ভুল চাল দিয়ে দিব্যাকে সুযোগ করে দেন। ৩৪ চালের পর হার মানতে বাধ্য হন হাম্পি।