'বিহারে কুকুরের নামেও ভোটার কার্ড তৈরি করছে বিজেপি'

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন ইস্যুতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদি সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন। তার কটাক্ষ, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুবিধা নিচ্ছে। এই অভিযোগ তুলে শুধু গেরুয়া শিবিরই নয়, নির্বাচন কমিশনকেও একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লির উদ্দেশে রওনা দেয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব হন তিনি। তার কথায়, ‘বিজেপি হিংসার রাজনীতি করছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়ে পরিকল্পিতভাবে বাঙালিদের নির্যাতন, অপমান করার ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। এসআইআর-এর নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে।’
অভিষেকের কথায়, বিহারে এমন নজির সামনে এসেছে, যেখানে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে ভোটার কার্ড তৈরি হয়েছে। বাবার নাম লেখা আছে ‘কুত্তাবাবু’! এই সার্টিফিকেট দিয়েই ভোটার তালিকায় নাম তুলতে পারে কেউ। এতেই স্পষ্ট, কার সুবিধার জন্য এই এসআইআরের ছত্রছায়া তৈরি হয়েছে। অভিষেকের অভিযোগ, এসবই বিজেপিকে ভোটের আগে সুবিধা পাইয়ে দেয়ার কৌশল। তার বক্তব্যে কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উঠে আসে।
সরাসরি আঙুল তুলে অভিষেক বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির ইশারায় কাজ করছে। যে সময় ভোট লুঠ করে বিজেপি ক্ষমতায় আসে, সেই সময় কমিশনের ভূমিকা থাকে প্রশ্নের মুখে।একটা রাজনৈতিক দলকে সুযোগ করে দেবে বলে, তাদের তল্পিবাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন', এমনটাই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, কমিশন বিজেপির দাসত্ব করছে বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।