মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম নিউজ, অনলাইন: ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম ফজলে রাব্বি সুমন (২৬)। তিনি হার্ডওয়্যারের দোকানের কর্মচারী। দুই সন্তানের বাবা সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়েন। সুমনের বোন তানিয়া আক্তার বলেন, ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় পরিবারসহ বেড়াতে আসে সুমন। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে একটু ঘুরতে বের হয়। পরে খবর পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

তানিয়া বলেন, এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায় ও পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নিতে চায়। সুমন মোবাইল দিতে না চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক। ছুরিকাঘাতের পর গুরুতর অবস্থায় প্রথমে সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সুমন পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামে। তার বাবা বশির আহমেদ পেশায় রিকশাচালক। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।