কঙ্গোর চার্চে হামলা, নিহত ৩৮

কঙ্গোর চার্চে হামলা, নিহত ৩৮

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কঙ্গোর একটি চার্চে হামলা চালিয়ে অন্তত ৩৮ জনকে হত্যা করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোস (এডিএফ)। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কোমান্ডর একটি চার্চে হামলা চালায় তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মনে করে এই হামলার সঙ্গে এডিএফ’র বিদ্রোহীরাই জড়িত। বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে।

কোমান্ড শহরের সরকারি কর্মকর্তা জিন ক্যাটো বলেছেন, শনিবার দিবাগত রাতেই চার্চটি দখল করে নেয় বিদ্রোহীরা। পরে রোববার সকালে সেখানে হামলা চালায়। এ হামলায় ৩৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর ক্রিস্টোফে মুনান্দেরু নামের এক অধিকার কর্মী ঘটনাস্থলে যান। তিনি বলেছেন, রাতেই গোলাগুলি শব্দ শুনতে পান স্থানীয়রা। তারা ভেবেছিলেন এলাকায় ডাকাতি হচ্ছে। খৃস্টান ধর্মালম্বীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।