ডেমরায় হেলে পড়েছে ৬ তলা আবাসিক ভবন

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬ তলা ভবন হেলে পাশের ভবনে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। রোববার বেলা সোয়া ২টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে যাত্রাবাড়ী স্টেশনের একটি ইউনিট ২টা ৩৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ডেমরা হাজীনগর এলাকায় ৬ তলা একটি আবাসিক ভবন হেলে পড়া সংবাদ পেয়েছি। বর্তমানে যাত্রাবাড়ী ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে অবগত করা হয়েছে।’
তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।