শেষ পর্যন্ত নিষিদ্ধ মেসি-আলবা

শেষ পর্যন্ত নিষিদ্ধ মেসি-আলবা

প্রথম নিউজ, খেলা ডেস্ক : অবশেষে নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। অলস্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এমএলএস কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্লাবটি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মিশ্র অলস্টার একাদশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার। এমএলএসের নিয়ম অনুযায়ী, ইনজুরি না থাকা সত্ত্বেও প্রাথমিক স্কোয়াডে থেকে কেউ অলস্টার ম্যাচে না খেললে, তাকে পরবর্তী একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয়। সেই নিয়মেই আগামীকাল (রবিবার) এফসি সিনাসিনাতির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে পাচ্ছে না মায়ামি।
ক্লাবটির মালিক জর্জ মাস এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “মেসি ও আলবা এই সিদ্ধান্ত মানতে পারছে না। ক্লাবের সবাই খুব হতাশ। আমার মনে হয় এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে।”
টানা সাত ম্যাচ খেলার পর মেসি ও আলবার বিশ্রাম নিয়ে আলোচনা চলছিল। তাই অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল মায়ামি। জর্জ মাস বলেন, “তারা ঠিক সেটাই করেছে, যা ক্লাব চেয়েছিল। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”
এদিকে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “মেসি এই লিগের জন্য যা করেছেন, তা অবিশ্বাস্য। কিন্তু অলস্টার ম্যাচ নিয়ে দীর্ঘদিনের নিয়ম বাস্তবায়ন করতেই হয়েছে আমাদের।” নিষেধাজ্ঞার আগে অবশ্য দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন মেসি-আলবা। তারপরই আসে অনাকাঙ্ক্ষিত নিষেধাজনার ঘোষণা।