Ad0111

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

প্রথম নিউজ, ডেস্ক : ২০১৯ সালের শুরুতে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র। সে বছরই স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও পায় তারা। এক বছরের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে তারা , ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ দুটির। এমনই আভাস দিচ্ছে ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজ।

২০২৪ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও পরের আসরটির আয়োজক এখনও চ’ড়ান্ত করেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের আয়োজক হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকবাজ।

মূলত ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার কারণে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছিল সংশ্লিষ্টরা।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
আর তাই ২০ দলের ৫৫ ম্যাচের ইভেন্ট তাদের আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে ২০২৮ অলিম্পিকত। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে আইসিসি। অলিম্পিকের আগে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রভাব বিস্তার করতে চায় তারা।ভ মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে আইসিসি।
আজ (১১ই নভেম্বর) আইসিসির হেড কোয়ার্টারে ২০২৪ টি- টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য আয়োজকদের নিয়ে আলোচনা করার কথা রয়েছে। আগামী ১৬ই নভেম্বরও বৈঠক বসবে আইসিসির। এই সভাগুলোতে পরবর্তী সাইকেলের ইভেন্ট নিয়ে আলোচনা করা হবে।

১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে সাফল্যময় একটি টুর্নামেন্ট উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। গত বছর এক সাক্ষাৎকারে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ইয়েন হিগিনস বলেছিলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে খেলা হয়, প্রত্যেক ভেন্যুর টিকিট শেষ হয়ে যাবে।’

দর্শক উপস্থিতির বিচারে ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছিল ৩৫ লাখেরও বেশি দর্শক। তাই যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর ভাষ্যকে অযৌক্তিক বলা যায় না।

জানা গেছে, ২০২৩ সালের পর ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপও এককভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত। যদিও এসব বিষয় এখনো আলোচনার টেবিলে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news