প্রাক্তনকে নিয়ে বাঁধনের বিস্ফোরক মন্তব্য

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা নির্বাচিত হওয়ার পরেও শুরুটা ভালো ছিল না আজমেরী হক বাঁধনের। মাঝখানে ব্যক্তিগত কারণ এমনকি বিয়ে এবং বিয়ে বিচ্ছেদের ফলে ভীষণ হতাশ হয়ে পড়েন এই মডেল অভিনেত্রী। কমতে থাকে কাজের পরিধি। কিন্তু তার ক্যারিয়ারে হঠাৎ করে আলোর ঝলক হয়ে আসে ‘রেহানা মরিয়ম নূর’ নামের একটি চলচ্চিত্র। তারপর অনেকটাই বদলে যান এই লাক্সকন্যা। এমনিতেই সামাজিক মাধ্যমে বছরজুড়ে সরব থাকেন বাঁধন। কিন্ত গত কয়েকদিন ধরে একটু বেশি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে একের পর এক পোষ্ট শেয়ার করছেন তিনি। তারমধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে দুপুরে শেয়ার করা একটি স্ট্যাটাস। সেখানে সাবেক স্বামীসহ নিজের অতীতের বিভিন্ন না বলা কথা উল্লেখ করেছেন তিনি। বাঁধন জানিয়েছেন, তার জীবনের বেশিরভাগ শিক্ষা এসেছে কষ্ট, বিশ্বাসঘাতকতা আর অপমানের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, সেখানে নিজের সাবেক স্বামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী।
স্ট্যাটাসে অভিনেত্রী বাঁধন লিখেছেন, আমার জীবনের বেশিরভাগ শিক্ষা এসেছে না বই থেকে, না কারো উপদেশ থেকে- এসেছে কষ্ট, বিশ্বাসঘাতকতা আর অপমান টিকে থাকার মধ্য দিয়ে। একটি অভিজ্ঞতা, আমার মেয়ের অভিভাবকত্ব মামলা চলাকালে, আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি কখনো ভুলতে পারব না। আমার প্রাক্তন স্বামী, তার কিছু সহকর্মী ও একজন ফটোসাংবাদিকের সহায়তায়, যিনি শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য পরিচিত, আমার বিরুদ্ধে নোংরা এক প্রচার শুরু করে। তারা বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা গল্প ছড়ায়, যেন প্রমাণ করতে পারে আমি “খারাপ মা” এবং “লজ্জাহীন নারী”। আমার ছবি ছাপানো হয় সর্বত্র, শিরোনামগুলো চিৎকার করে মিথ্যা বলে।