প্রথম নিউজ, খেলা ডেস্ক: ব্রাজিলের পুরুষ ফুটবল দলে অনেকদিন ধরেই দুর্দশা চলছে। কোনো টুর্নামেন্টের ফাইনাল তো দূরের কথা, ম্যাচ জিততেই যেন তারা ভুলে গেছে। অন্যদিকে মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কুইটোয় বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে উড়িয়ে টানা পঞ্চমবার তারা ফাইনালে উঠেছে। এর আগে টানা চারবার ফাইনাল উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।
ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত সেমিফাইনালে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই ৩ গোল করে বসে। বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। ব্রাজিল আরও দুটি গোল আদায় করে নেয়। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা এবং দুদিনিয়া।
এখন পর্যন্ত মেয়েদের কোপা আমেরিকার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। ব্রাজিলের অপেক্ষা এবার ৯ম শিরোপা ঘরে তোলার। শিরোপার লড়াইয়ে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। উল্লেখ্য, ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও এই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল।