৪৬ বছর অক্ষত থাকা গাভাস্কারের রেকর্ড ছুঁতে যাচ্ছেন গিল

৪৬ বছর অক্ষত থাকা গাভাস্কারের রেকর্ড ছুঁতে যাচ্ছেন গিল

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে করা ৭৩২ রানের রেকর্ড দীর্ঘ ৪৬ বছর টিকে ছিল। সাদা পোশাকের ক্রিকেটে এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।

তবে বর্তমানে সেই রেকর্ড ভাঙার এক ধাপ দূরে ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৭২২ রান করা গিলের ব্যাট থেকে আরও মাত্র ১১ রান দূরে গাভাস্কারের ইতিহাস।
২৫ বছর বয়সী এই ক্রিকেটারের বর্তমান ফর্ম শেষ টেস্টে অব্যাহত থাকলে নিশ্চিতভাবে ভেঙে যাবে গাভাস্কারের দীর্ঘদিনের এই রেকর্ডটি। চলতি সিরিজে গিলের একটি দ্বিশতক এবং একটি ম্যাচ বাঁচানো গুরুত্বপূর্ণ সেঞ্চুরির রয়েছে। যদিও ওল্ড ট্রাফোর্ডের আগে দুই ইনিংসে তিনি ভুগেছিলেন। তবে ভারতের সিরিজ বাঁচানো শেষ টেস্টে তার দায়িত্ব বড়ই থাকবে।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ভারত ২-১ পিছিয়ে। শেষ অর্থাৎ পঞ্চম টেস্টে হার কিংবা ড্র হলেই গিলের দলের হাতছাড়া হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।