তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল

 তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল
তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল-প্রথম নিউজ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এবার মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ দলের। এর আগে যেখানে দক্ষিণ আফ্রিকায় কোনো ওয়ানডে জয়ের রেকর্ড  ছিল না, এবার সেখানেই প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ফরম্যাটের সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-১ ব্যবধানে। তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।

প্রায় ১ মাসের এই সফর শেষে এবার দেশে ফেরার পালা ক্রিকেটারদের। আগামী ১৩ ও ১৪ এপ্রিল, এই দুই দিনে ৩ ধাপে ঢাকায় নামবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ভিন্ন উড়ালে আসবেন মুমিনুল হক, হাবিবুল বাশাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৮.৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর ১৪ এপ্রিল এসে পৌঁছাবে। দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮.৫৫ মিনিটে, শেষ দল নামবে বিকেল পৌনে ৫টায় নামবে।

তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষে দলের অধিকাংশ বিদেশি সাপোর্ট স্টাফের সদস্যরা এখনি বাংলাদেশ আসছেন না। হেড কোচ রাসেল ডমিঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন। নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তিনিও ঢাকায় ফিরবেন আগামী মাসে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom