বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে সমান তালে লড়েছিল বাংলাদেশ
আবার ঢাকায় মহাদেশীয় হকির আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রথম নিউজ, ডেস্ক : আবার ঢাকায় মহাদেশীয় হকির আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। মঙ্গলবার আনুষ্ঠানিক পর্দা উঠলেও স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে আজ (বুধবার), ভারতের বিপক্ষে।
রাজধানী ঢাকায় এশিয়া কাপের আসর বসলেই ঘুরে ফিরে চলে আসে ১৯৮৫ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া এশিয়া কাপের কথা। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের মাটিতে সেটিই ছিল মহাদেশীয় তথা আন্তর্জাতিক হকির প্রথম আসর। যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দলও।
মেজর শাহাবউদ্দীন চাকলাদারের নেতৃত্বে লাল সবুজ জার্সির বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল ‘ক’ গ্রুপে। যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল চ্যাম্পিয়ন পাকিস্তান, জাপান, চীন ও ইরান। দীর্ঘ ৩৬ বছর আগের কথা। কারা খেলেছিলেন বাংলাদেশের হয়ে? কেমন ছিল ঐ আসরে টিম বাংলাদেশের পারফরম্যান্স? গ্রুপে পজিশন কী ছিল? নিশ্চয়ই তা জানতে খুব আগ্রহ হচ্ছে?
তাহলে শুনুন, বাংলাদেশ দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ওসমান। তিনি তখন বাংলাদেশ সেনাবাহিনী দলের গোলকিপার ছিলেন। রাইট উইং ব্যাক হিসেবে খেলেছেন দলের অধিনায়ক মেজর (অবঃ) শাহাবউদ্দীন চাকলাদার। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে শুরুতে জুম্মন লুসাই ও খাজা রেজওয়ান আরজুকে খেলানো হলেও, পরে রেজওয়ানের বদলে আলমগীর চুন্নু খেলেন জুম্মন লুসাইয়ের সঙ্গে।
লেফট উইং ব্যাক হিসেবে নামানো হয় সবে কৈশোর পার করা ১৬ বছরের আব্দুল্লাহ পিরুকে। পিরু তখন নবম শ্রেণির ছাত্র। মাঝ মাঠে খেলেন ওয়ালিউল ইসলাম নাসিম ও জমিসউদ্দীন কাঞ্চন। ওপরে মানে আক্রমণভাগে ছিলেন সালাউদ্দীন তিসা, মালেক চুন্নু, বরকতউল্লাহ চপল, জামিল পারভেজ লুলু ও কিসমত।
ঐ সময়ে দেশের দুই অন্যতম সেরা হকি তারকা আজিজুল্লাহ জামাল হায়দার ও খাজা ড্যানিয়েল খেলতে পারেননি। ইনজুরিতে বাইরে ছিলেন জামাল। আর একাদশে জায়গা হয়নি ড্যানিয়েলের। তিনি ছিলেন স্ট্যান্ডবাই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: