নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনও হাতছাড়া হয়ে যায়নি বাংলাদেশের। নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ ফুটবল দল।
এ মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল ও মালদ্বীপ। এ দুই দলের গোল ব্যবধানও সমান (+২)। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত, গোল পার্থক্য (+১)। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের গোল পার্থক্য (-১)।
শেষ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। পাঁচ দলের মধ্যে কেবল শ্রীলংকারই বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি চার দলেরই সুযোগ এখনও আছে।
দুটি করে জয় পাওয়া মালদ্বীপ ও নেপাল আছে একটু সুবিধাজনক স্থানে। ড্র করলেই ফাইনালে যাবে এই দুদল। তবে হারলে বিদায় নিতে হবে, অন্য ম্যাচে ফল যাই হোক।
৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ভারত ও ৪ পয়েন্ট নিয়ে চারে থাকা বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। নেপালের বিপক্ষে ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫। এই পয়েন্ট নিয়ে সর্বোচ্চ তৃতীয় হতে পারবে তারা।
মালদ্বীপ ও ভারতের ম্যাচে ড্র হলে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হবে ৭, টুর্নামেন্টের সফলতম দল ভারতের পয়েন্ট হবে ৬। এই পয়েন্ট নিয়ে তাদের সেরা দুইয়ে থাকার সুযোগ নেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews