ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় রূপায়ন টাওয়ারের বেজমেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে সহকর্মী মো. মজিদুল জানান, আমরা উত্তরা খালপাড়ের নলভোগ এলকার রূপায়ন টাওয়ারের বেজমেন্টে কাজ করছিলাম। সে সময় হাবিব ক্যাবল বোর্ডের শর্ট সার্কিট থেকে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ওইখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত হাবিব ময়মনসিংহ সদরের নোয়াপাড়া এলাকার মিরাজ আলীর সন্তান। বর্তমানে তিনি নলভোগ এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।