একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল। আহত আরও ৮২০ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৭ হাজার। এছাড়া চরম খাদ্য ঘাটতির কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি অব্যাহত রয়েছে। শুক্রবার আরও সাত ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন। এতে অনাহার ও অপুুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। এদিকে গাজার জন্য ৪০ টনের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ত্রাণবাহী চারটি বিমান জর্ডান হয়ে গাজায় ত্রাণ নিয়ে যাবে। প্রতিটি বিমানে ১০ টন করে ত্রাণ থাকবে। তবে তিনি বলেছেন, গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য এই সহায়তা পর্যাপ্ত নয়।