বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে- আমীর খসরু

বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে- আমীর খসরু

প্রথম নিউজ, অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, বাংলাদেশে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। যেসব দেশ বিপ্লবের পর দ্রুত নির্বাচনি প্রক্রিয়ায় ফিরেছে, তারা উন্নয়ন করছে। আর যারা সময় নিচ্ছে, তারা গৃহযুদ্ধ ও বিভক্তির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিদেশে থাকাকালে মানুষের মনে যে আশার সঞ্চার হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনীতিবিদ ও দলের ভবিষ্যৎ অন্ধকার। এজন্য তিনি রাজনৈতিক সংস্কৃতি বদলের ওপর জোর দেন। মানুষ সহনশীল ও সম্মানজনক রাজনীতি চায়। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। সংস্কার ততটা কাজে আসবে না, যতটা আসবে রাজনৈতিক সংস্কৃতি বদলে।

তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, মতভিন্নতা থাকবেই, তবু ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মানুষের মানবাধিকার ও জীবনমানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি বলেন, অনেকে বলছে, ৫ আগস্টের পর অনৈক্য তৈরি হয়েছে। আমি তো কোথাও অনৈক্য দেখছি না।