Ad0111

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ‘সরকারের দুঃশাসনের প্রতিফলন’: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার আবারো বিদ্যুত,গ্যাস, সারের দাম বৃদ্ধির পায়তারা শুরু করেছে।

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ‘সরকারের দুঃশাসনের প্রতিফলন’: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ‘সরকারের দুঃশাসনের প্রতিফলন’ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে  তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, চার‘শ যাত্রী নিয়ে যাত্রা শুরু করা লঞ্চটি অগ্নিকান্ডের সময়ে হাজার খানেক যাত্রী অবস্থান করছিলো। এটি কি করে সম্ভব? সেই লঞ্চটির ধারণ ক্ষমতা কত? সেখানে কি চার‘শ জন যাত্রী নেয়া যায়? লঞ্চটি যখন ঢাকা থেকে যাত্রা শুরু করে তখন ৪‘শ যাত্রী। যখন অগ্নিকান্ড হয় তখন যাত্রী ছিলো এক হাজারেরও উপরে।”

‘‘কোনেো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, সরকারের কোনো মনিটরিং নেই। প্রত্যেকটি জায়গায় দুর্বৃত্তদের দাপট এবং দৌরাত্ম। নৌ-পরিবহনে দৃর্বৃত্তদের দাপট বলেই কোনো নিয়ম শৃঙ্খলাকেই তোয়াক্কা করা হয় না।আর এই কারণে জীবন দিতে হচ্ছে নিরহ যাত্রীদের। এই অগ্নিকান্ডে হৃদয় স্পর্শী ঘটনা দুঃশাসনেরই প্রতিফলন।”

রুহুল কবির রিজভী আরো অভিযোগ করে বলেন, ‘‘সর্বত্র সরকারি দলের দৌরাত্মের কারণে সাধারণ মানুষের জীবনহানীসহ প্রচন্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষ হত্যার বীরত্বে আওয়ামী সরকার দারুন উল্লসিত। তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কে মরলো, কে বাঁচলো তাদের কোনো যায় আসে না।”

‘‘ গতরাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং বিএনপির পক্ষ থেকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহতদের সুস্থতা কামনা করছি।”

ঝালকাঠিতে গতকাল গভীর রাতে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় এই পর্যন্ত ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭২ জনকে আহত ও দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

‘ফের বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা’

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার আবারো বিদ্যুত,গ্যাস, সারের দাম বৃদ্ধির পায়তারা শুরু করেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী একটি মিটিং করে এই প্রস্তাব করেছেন।গত ১২ বছরে বিদ্যুতের দাম এই অবৈধ সরকার ১০বার বৃদ্ধি করেছে। এখন পুনরায় বৃদ্ধি হলে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হবে। গত ১২ বছরে ১১৮ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।”

‘‘ বিদ্যুত, গ্যাস, পানির এই দাম বৃদ্ধির উদ্দেশ্যে অশুভ। এর বিরুপ প্রতিক্রিয়া হবে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের গৃহস্থালী কাজে, মুদ্রাস্ফীতি মাত্রা তীব্র রূপ ধারণ করবে।ক্ষমতাসীনদের আত্বীয় স্বজনদের দ্বারা পরিচালিত কুইট রেন্টাল বিদ্যুত কেন্দ্রের যারা মালিক তাদেরকে ভুতর্কি দেয়ার জন্য জনগনের টাকা লোপাট করতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধির এই পায়তারা হচ্ছে। সরকারের বিদ্যু, গ্যাস, সারের দাম বৃদ্ধি প্রস্তাব হচ্ছে জনগনকে নিঃশেষ করে দেয়া। বিএনপির পক্ষ থেকে আমি সরকারের এই প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবানও জানান তিনি।

কক্সবাজারে এক নারী পর্যটকের স্বামী সন্তানকে জিম্মি করে দলবেধে তার শ্লীলতাহানির ঘটনাকে বর্তমান দুঃশাসনের চালচিত্র উল্লেখ করে এই নির্মম পাশবিকতার নিন্দা জানান রিজভী। একই সঙ্গে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘‘ এই নারকীয় ঘটনা যে বর্তমান দুঃশাসনেরই একটি চালচিত্র। স্থানীয় এমপি সাইমুন সারোয়ার কমল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের সঙ্গে ওই দুস্কৃতিকারী যারা ওই অপকর্মের সাথে জগিদ তাদের সঙ্গে ছবি পাওয়া গেছে। দুস্কৃতিকারীদের একজনের নাম জয়। ছাত্রলীগের সাদ্দামও স্বীকার করেছে জয় ছাত্রলীগের কর্মী।সরকারি দলের এই নিস্কৃষ্ট নুমনা নিয়ে আর কি বলা যেতে পারে।ক্ষমতাসীনদের পৃষ্টপোষকতায় এখন শকুন ও হায়েনারদের জয়জয়াকার।”

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলার অভিযোগপত্র প্রদান এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এ কে একরামুজ্জামানের ব্রাক্ষনবাড়ীয়ায় নিজের বাসায় কর্মী সভা চলাকালে পুলিশি হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির, জাসাসের সৈয়দ আশরাফুল মজিদ খোকন ও ছাত্র দলের আবদুস সাত্তার পাটোয়ারি প্রমূখ উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news