জালিমের পতন অনিবার্য: আমিনুল হক
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন। তার পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার তাকে কর্ণপাতা করছে না। তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য।
আজ শনিবার রাজধানীর পল্লবী জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদ এ দোয়া মিলাদের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তার আপোষহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর আজ তাকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোন স্বৈরশাসন স্থায়ীত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নিবেই।
অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রুপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, এ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু সহ পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews