বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিভিন্ন দেশের শোক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশ। ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সমবেদন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া শোকবার্তায় বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা অত্যন্ত শোকাহত। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত বলে শোকবার্তায় তিনি জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। এই দুঃসময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে রয়েছে পাকিস্তান।’
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দল এক বিবৃতিতে জানায়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের সমবেদনা রইল।’
জাপানের ঢাকাস্থ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা বাংলাদেশের পাশে আছি। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাসপাতাল ও সেবাদানকারীদের দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানাই।’
তিনি আরও জানান, সম্প্রতি মাইলস্টোন স্কুল জাইকার সহায়তায় ‘প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল, যা প্রতিষ্ঠানটির শিক্ষামূলক অগ্রগতির নিদর্শন।
সুইজারল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসও ফেসবুকে এক বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানায়, ‘স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল।’