গোপালগঞ্জে নিহত দুজনের লাশ কবর থেকে তোলা হয়েছে

গোপালগঞ্জে নিহত দুজনের লাশ কবর থেকে তোলা হয়েছে

প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা পৌনে একটার দিকে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ তোলা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে আরেক নিহত সোহেল রানার মোল্লার লাশ টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে আজ উত্তোলন করা হবে। বেলা দেড়টা পর্যন্ত লাশটি উত্তোলন করা হয়নি।
এর আগে গতকাল রোববার নিহত রমজান কাজী (১৮), ইমন তালুদার (১৮) ও সোহেল রানা মোল্লার (৩৫) লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ১৬ জুলাই রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়া তাঁদের দাফন করা হয়। এরপর ১৯ জুলাই এ ঘটনায় হত্যা মামলা হয়।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে (ফেসবুকে নেতাদের অনেকে একে ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলেছেন) কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ ও গুলির ঘটনায় নিহত চারজনের ময়নাতদন্ত সে সময় হয়নি। পুলিশ লাশের সুরতহালও করেনি। বিষয়টি নিয়ে সমালোচনা হয়। পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনের ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে। আরেক নিহত দীপ্ত সাহার লাশ দাহ করায় ময়নাতদন্ত করা সম্ভব হবে না।